'ডোনাল ফ্রেণ্ডস' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প


আলিনুর মণ্ডল, বসিরহাটঃ  মাটিয়া থানার অন্তর্গত মেটিয়া উচ্চ বিদ‍্যালয়ে মাটিয়া 'ডোনার ফ্রেণ্ডস'এর পরিচালনায় ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও উক্ত শিবিরে সম্পূর্ণ বিনামুল্যে ইসিজি,থাইরয়েড,বিপি,ইউরিক অ‍্যাসিড,সুগার'সহ একাধিক পরীক্ষা  করা হয়। কিছু কিছু ঔষধ ফ্রিতে দেওয়া হয়। 


এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শ্রীনগর-মাটিয়া পঞ্চায়েতের অধীনস্থ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৪১৭ জন অসহায় ও দুঃস্থ মানুষদের উক্ত পরিসেবাগুলি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়।

উক্ত ফ্রি ক‍্যাম্পে - সেবা ব্লাড কালেকশন,মেড লে,নিউ সুরক্ষা ডায়াগনস্টিক এণ্ড এক্সরে সেন্টার ফ্রিতে পরীক্ষার ব‍্যবস্থা করেন। এছাড়াও মাটিয়া ডোনার ফ্রেণ্ডস মেডিক্যাল সেলের সভাপতি তথা কলকাতা আরজিকর মেডিক্যাল কলেজ এণ্ড হসপিটালের কর্মরত চিকিৎসক,স্বনামধন‍্য ডাক্তার ফারুক  হাসান মহাশয় সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা ও ঔষধের ব‍্যবস্থা করেন।

 ক‍্যাম্পে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইফুল মোল্লা, আব্দুল জব্বার,কাহারুল,আমিনুর,মিলঙ্গীর,নজরুল,জিয়াউদ্দিন,মাসুদূর,মুকুল,পিকলু,আখের আলী,সেলিম জাভেদ,রাজু,রামপ্রসাদ,মুজিত,সাবির,সাইফুল ইসলাম প্রমুখ কর্মকর্তা।


এছাড়াও ডোনার ফ্রেণ্ডস শিক্ষক ছেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  শিক্ষক সদস‍্য শ্রী কিশোর কুমার কুণ্ডু মহাশয়, শিক্ষক আশরাফ হোসেন মহাশয়, শিক্ষক সদস‍্য জাহাঙ্গীর হোসেন মহাশয়, শিক্ষক সফিকুল গাজী এবং শিক্ষিকা সদস‍্যা জয়া ভৌমিক ম‍্যাম প্রমুখ।

এছাড়াও ডোনার ফ্রেণ্ডস মেডিক্যাল টিমের মধ্যে থেকে উপস্থি ছিলেন ডাক্তার অনিরুদ্ধ বিশ্বাস মহাশয়, বি এম ও এইচ ধান‍্যকুড়িয়া হসপিটাল সুচিকিৎসক,ডাক্তার ফারুক হাসান বতর্মানে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ এণ্ড হসপিটালের বতর্মান চিকিৎসক,ডাক্তার ফারুক, এছাড়াও ডাক্তার মনোজ কুমার মুরারি,বি এম ও এইচ,শিবহাটি ডাক্তার সুহাগ তরুন রায়,ডাক্তার মোস্তাফিজুর রহমান মহাশয়,ডাক্তার গোলাম মামুদ মহাশয়,ডাক্তার মাবেন্দ্রনাথ মণ্ডল মহাশয় সহ বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার বাবুগণ।

ডোনার ফ্রেণ্ডস হেল্থ ইউনিটের পক্ষ থেকে মাটিয়া সাব সেন্টারের দায়িত্ব প্রাপ্ত দিদি সিরিন নাহার বিশ্বাস সহ তাঁর পুরো টিম।

এলাকাবাসী খুবই আনন্দিত। বতর্মান কোভিড পরিস্থিতির জন্য গরীব দিন-আনা,দিন-খাওয়া মানুষজন বিনামূল্যে পরিসেবা পেয়ে আবেগে আপ্লুত। মাটিয়া ডোনার ফ্রেণ্ডস বিগত ২০০৩ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া,আর্ত-পীড়িত,গরীব-মেধাবী ছেলে ও মেয়েদের বিভিন্নভাবে সাহায্যের পাশাপাশি কন‍্যাদায়গস্ত অভিভাবকদের পাশে থেকে অর্থনৈতিক সাহায্য প্রদানসহ বিভিন্ন জনকল‍্যাণমূলক কাজ করে চলেছে। আর ডোনার ফ্রেণ্ডসের এই সকল কাজের প্রতি ভরসা করে দু'হাত ভরে,প্রাণ উজার করা ভালোবাসা বা আশীর্বাদ দিতে থাকে; যা দেখে 'ডোনার ফ্রেণ্ডস' এই সকল কাজ করতে উৎসাহিত বোধ করে।

Post a Comment

0 Comments