সুরজীৎ আদক, উলুবেড়িয়া: গত ইংরেজি মাসের ৪ ফেব্রুয়ারি কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল সমাজ থেকে পিছিয়ে পড়া বিশেষ চাহিদার মানুষদের নিয়ে প্রতিবন্ধী ক্যাম্প। আজ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস কার্যালয় থেকে ৬৫ জন বিশেষ চাহিদা ব্যক্তিদের শংসাপত্র প্রদান করা হল। এই বিশেষ শিবির টিতে উপস্থিত ছিলেন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা,পঞ্চায়েতের প্রতিনিধি অমিয় মেটে এবং রবীন্দ্রনাথ দিন্দা।
চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য যে বিশেষ শিবির আয়োজন করা হয়েছিল।
আজ আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ৬৫ জন মানুষদের হাতে সেই শংসাপত্র দেওয়ার পাশাপাশি আগামীদিনে এই মানুষরা যাতে মুখ্যমন্ত্রীর সপ্নের মানবিক প্রকল্পের আওতায় আসতে পারেন সেইটার নিশ্চিত করা হয়েছে।

0 Comments