রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল: গত কয়েকদিন আগে কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমানায় নাকা চেকিং চালাচ্ছিল বরাকর ফাঁড়ির পুলিশ। আর সেই তল্লাশির সময় একটি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো মোটরবাইক আরোহীকে তল্লাশি চালায় পুলিশ। সেই সময়েই ওই যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে ২৫টি সেভেন এম.এম পিস্তল এবং ৪৬টি কার্তুজ উদ্ধার করে পুলিশ কর্মীরা।
এরপরেই তদন্তের স্বার্থে ওই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করে বরাকর ফাঁড়ির পুলিশ কর্মীরা। পুলিশের হাতে ধৃত আস মোহম্মদ ওরফে বাবলু নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোল জেলা আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে আরো দুজনের নাম।
সূত্রের খবর পুলিশ জানতে পারে আস মহম্মদ ওরফে বাবলুর কাছে থেকে অস্ত্র কিনতেন। এর পর কুলটি থানার পুলিশ তদন্তে নেমে ওই দুই ব্যক্তি কে কুলটি থানার জাতীয় সড়ক সংলগ্ন একটি এলাকা থেকে গ্রেফতার করে। এদিকে ধৃত দুই ব্যক্তির নাম আনোয়ার খান (৪৭),ও আফতাব আলম (৩৫)। ধৃতরা দু জনেই উত্তর প্ৰদেশের বাসিন্দা। এদিকে ধৃত দুইজন কে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।

0 Comments