‘চিন্তা কোরো না, শীঘ্র দেখা হবে’, মাদক কাণ্ডে জামিনে মুক্ত পরীমণি আপনজনের চিঠি প্রকাশ্যে আনলেন

সংবাদপত্র ডেস্কঃ  বাংলাদেশের মডেল অভিনেত্রী পরীমণি মাদক কাণ্ডে জামিনে মুক্ত হয়েছেন।তবে জামিনে মুক্ত হওয়ার পরও বাংলাদেশের  মডেল-অভিনেত্রী কে নিয়ে আলোচনা, সমালোচনায় ইতি পড়েনি। 

পরীমনি 


পরীমণি তার মাঝেই কাঁপা কাঁপা হাতে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট  করে সেই আলোচনা আরও উসকে দিলেন । তাতে লেখা – ‘চিন্তা কোরো না, শীঘ্রই দেখা হবে।’ চিঠিতে আরও লেখা, তিনি ভাল আছেন। যিনি চিঠি পাঠিয়েছেন, তিনি নিজের কুশল সংবাদ জানিয়েছেন।


পরীমণির ফেসবুকে পোস্ট করা চিঠি ভাল করে দেখলেই বোঝা যায় প্রেরক কে। চিঠির শুরুতে তিনি ‘নানু’ বলে সম্বোধন করেছেন। তারপর তাতে লেখা, ‘আমি ভাল আছি। কোনও চিন্তা করবা না। তোমার সাথে শীঘ্রই দেখা দিব।’ 


চিঠির নিচে সই করা শামসুল হক গাজির। সম্পর্কে তিনি পরীমণির দাদু। বাংলাদেশের পিরোজপুরে এই দাদুর কাছে ছোট থেকে বড় হয়েছেন পরীমণি। কারণ, একেবারে ছোটবেলাতেই তিনি মা-বাবাকে হারিয়েছিলেন। ফলে দাদু তাঁর কাছে অন্য আবেগ, আদরের মানুষ। আর তিনিও দাদুর খুব প্রিয়। 


দাদু তাঁকে আদর করে ‘নানু’ বলে ডাকেন। চিঠিতেও তাই সেই সম্বোধন। পরীমণির জীবন সম্পর্কে সামান্য জানাশোনা থাকলে দাদুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক জানা কঠিন কোনও ব্যাপার নয়।

Post a Comment

0 Comments