রামকৃষ্ণ চ্যাটার্জী: রাতের অন্ধকারে বালি বোঝাই করা ডাম্পার ঝাড়খণ্ড থেকে অনায়াসে প্রবেশ করছে রাজ্যে।এমনি এক চিত্র ধরা পড়লো বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টে।গতকাল রাত্রি বেলায় কুলটি ট্রাফিকের নাকা চেকিং করার সময় হঠাৎ করে ঝাড়খণ্ড নাম্বার দেওয়া ডাম্পার ধরা পড়ে ট্রাফিক পুলিশের হাতে। যদিও জানা যায় চালান সহ এই ডাম্পারটি বালি বোঝাই করে সালানপুর এলাকার এক বেসরকারি কারখানার দিকে যাচ্ছিল।
কিন্তু প্রশ্ন যেখানে পশ্চিম বর্ধমানে বালি রয়েছে তখন এইভাবে ঝাড়খণ্ড থেকে ডাম্পারে করে বালি বোঝাই গাড়ি আসছে কার সহযোগিতায়। এই বালি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার কি আদৌ কর পাচ্ছে? তবে এই বালিকে কিভাবে বৈধ বলা যেতে পারে? বালির কারণে প্রচুর মানুষের বাড়ির কাজ বন্ধ কিন্তু অর্থবান ব্যাক্তিরা টাকার দমে ঝাড়খণ্ড থেকে বালি ক্রয় করছে।
খবর সূত্রে জানা যায় যে এই ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে বালির কারবার প্রায় দিনই হয়ে থাকে কিন্তু ধরা পড়ে না।কিন্তু গতকাল এই গাড়ি ধরা পড়ার পরেও কোনো প্রকার অভিযোগ করা হয়নি বলে জানা যায়। সূত্রে জানা যায় এই বালি কারবারিরা চালাকি করে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বালি বোঝাই করে ঝাড়খণ্ডের আর এক সীমানা মিহিজামের খালি করার অনুমতি নিয়ে সেই রাস্তার মধ্যে পড়া পশ্চিমবঙ্গের মধ্যে সীমানার বিভিন্ন স্থানে খালি করছে। যাতে সহজেই পুলিশ প্রশাসনের চোখে ধূলো দেওয়া যায়।
0 Comments