আবারও 49 টাকার প্রিপেইড প্ল্যানটি ফিরিয়ে নিয়ে এল টেলিকম সংস্থা Airtel

 



দেশের টেলিকম সংস্থাগুলি বিগত কয়েক মাস ধরেই টালমাটাল অবস্থার সম্মুখীন হয়েছে। এরফলে একাধিক টেলিকম সংস্থাগুলি তাদের বেশ কিছু প্ল্যানে রদবদল করেছে। 


তবে, কিছু সংস্থা তো আবার এক্কেবারে সস্তার একাধিক প্ল্যান বন্ধ করে, আরও একটু খরচ বাড়িয়ে সেই প্ল্যানই আবার নতুন ভাবে লঞ্চ করেছে। তার মধ্যে অন্যতম হল Airtel-এর 49 টাকার রিচার্জ প্যাকটি। এক্কেবারে শুরুর এই প্ল্যান বন্ধ করতেই একাধিক গ্রাহক Airtel ছেড়ে অন্য টেলিকম কোম্পানির সদস্য হয়েছেন। 


আর Airtel এমনই এক পরিস্থিতিতে আবারও 49 টাকার প্রিপেইড প্ল্যানটি ফিরিয়ে নিয়ে এল। এতদিন পর্যন্ত এই 49 টাকার প্ল্যানটিই ছিল Airtel-এর সবথেকে সস্তার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। কিন্তু, কয়েক দিন আগেই এই প্ল্যনটি বন্ধ করে দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। যার ফলে গ্রাহকের সমস্যাও হয়েছে বিস্তর। 


এই 49 টাকার রিচার্জ প্ল্যানের পরই গ্রাহকদের 79 টাকারও একটি প্রিপেইড প্যাক অফার করে থাকে Airtel। তবে, গ্রাহক যে ছেড়ে যাচ্ছেন, তা বুঝতেই 49 টাকার প্ল্যানটিতে সামান্য পরিবর্তন করে আবারও তা ফিরিয়ে নিয়ে এল দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা Airtel।


Airtel-এর 49 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। সব মিলিয়ে এই প্ল্যানে ইউজাররা মোট 100MB ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তবে, ডেটার লিমিট একবার শেষ হয়ে গেলেই গ্রাহকদের প্রতি মিনিটে 50 পয়সা করে খরচ করতে হবে। 


এই 49 টাকার Airtel রিচার্জ প্ল্যানে ভয়েস কলিংয়ের জন্য গ্রাহকদের সব মিলিয়ে মোট 38.52 টাকার টকটাইম অফার করা হয়। প্রতি সেকেন্ডে গ্রাহকদের কাছে 2.5 পয়সা করে চার্জ করা হয়।

Post a Comment

0 Comments