রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: কোলিয়ারি কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী সালানপুর এরিয়ারর অন্তর্গত ডাবর কোলিয়ারিকে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই নির্দেশ মোতাবেক ওই কোলিয়ারি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। কিন্তু বাদসাজে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ওই এলাকায় ইসিএল কর্তৃপক্ষের আধিকারিকরা গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ তাদের পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা করেছে ইসিএল কর্তৃপক্ষ।
আর এবিষয়ে এদিন ইসিএল আধিকারিক জানান, কোলিয়ারি সম্প্রসারণের কাজ চলছে। খুব দ্রুত সেই কাজ শেষ হবে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় বলেন ইসিএল কর্তৃপক্ষের পরিকল্পনায় ভুল আছে। ওই এলাকায় একটি শ্মশান আছে। পাশাপাশি গ্রামের মানুষের পুনর্বাসন দরকার। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ তা বুঝতে চাইছে না।

0 Comments