![]() |
| প্রতীকী ছবি। সৌ:-সোশ্যাল মিডিয়া |
নিউজ ডেস্ক: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল একটি সরকারি হাসপাতালে। হাসপাতালের নাম কুলতুলি ব্লক গ্রামীণ হাসপাতাল।
রোগীর আত্মীয়রা এই ঘটনায় কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বারুইপুর মহকুমা স্বাস্থ্য প্রশাসন সূত্রে।
এদিন কুলতুলির বাসিন্দা মাসুদা সর্দার শুক্রবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। সন্ধ্যায় তাঁকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় কুলতুলি ব্লক গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর তাঁকে যে স্যালাইন দেওয়া হয়, তা মেয়াদ উত্তীর্ণ বলে পরিবারের অভিযোগ।
পরিবারের বক্তব্য, যে অবস্থায় মাসুদাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, স্যালাইন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
পরিবারের আরও অভিযোগ, চিকিত্সকরা প্রথমে এ বিষয়ে তাঁদের কিছুই জানাননি। বিষয়টি নজরে আসে রুগীর আত্মীয়দের। তারা পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনেন। কিন্তু অভিযোগ, প্রথমে তাঁরাও গ্রাহ্য করেন নি।
এরপর রোগীর আত্মীয়রা দেখতে থাকেন, মাসুদাকে যে স্যালাইন দেওয়া হচ্ছিল, সেটির মেয়াদ চলতি বছরের জানুয়ারিতেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই স্যালাইনই দেওয়া হয়েছিল রোগীকে। ফলে তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকে।
রোগীর আত্মীয়রা তত্ক্ষণাত বিষয়টি চিকিত্সকদের জানান । কিন্তু অভিযোগ, প্রথমে তাঁরা বিষয়টি মানতেই চাননি। পরে ছবি-সহ প্রমাণ দিলে বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন তাঁরা। একে অপরের বিরুদ্ধে দায় এড়ানোরও চেষ্টা করেছেন। পরে বিষয়টি নিয়ে উত্তেজিত রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর দেওয়া হয় থানায়।
কুলতুলি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কুলতুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

0 Comments