রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আবারো ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটলো আসানসোলে। জানা গেছে আসানসোলের মিঠানী গ্রামের একটি বাড়িতে সোমবার দিনে দুপুরে চুরি করতে আসে দুই যুবক। আর সেখানেই চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক।
এরপরেই উত্তেজিত জনতা গণধোলাই দিল পড়ে যাওয়া ওই দুই যুবক চোরকে। ঘটনার জেরেই সোমবার ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর এদিন দুপুরে ওই এলাকার মিঠানী গ্রামের এক ফাঁকা বাড়িতে দুই যুবক চুরি করতে ঢোকে। আর সেই সময় গ্রামের মানুষেরা সেই ঘটনা জানতে পেরে গোটা বাড়িটি ঘিরে ফেলে।
পুলিশকে খবর দেয় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তারা এসে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাবার সময় উত্তেজিত জনতা ওই যুবকদের গণধোলাই দেয়। এমনকি চুরি করতে আসা ওই যুবকদের মোটরবাইকে ভাঙচুর করা হয় বলেও খবর। আর এরপরেই পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

0 Comments