গভীর রাতে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে গেলো পুলিশ

সংবাদপত্র ডেস্ক, 06 জানুয়ারি , 2025: এক সময়ের ভোট কুশলি অধুনা 'সুরজ পার্টি' নামে নিজে একটি রাজনৈতিক দল গঠন করে সামনে এসেছেন প্রশান্ত কিশোর। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (Bihar Public Service Commission (BPSC) বাতিলের দাবিতে লাগাতার আমরণ অমশনে বসেছিলেন ভোট কুশলী। পাটনার গান্ধী ময়দানে সেই কর্মসুচি চলছিল।রবিবার রাতে হঠাৎ করেই সেখানে বিহার পুলিশের বিশাল একটি টিম পৌছয় এবং জোর করে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যাও বলে জানা যাচ্ছে। যা খবর, গান্ধীনগর ময়দান থেকে সরাসরি অ্যাম্বুলেন্স করে পাটনা এইমসের ভর্তি করা হয়েছে সূরজ পার্টি সুপ্রিমোকে। স্বাভাবিক কারণেই চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এভাবে তোলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ সোমবার জন সূরজ পার্টি'রে তরফে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।



  সুরজ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ অবস্থান চলছিল। গান্ধী ময়দান থেকে পুলিশ জোর করে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। এমনকি উঠতে না চাইলে চড় পর্যন্ত তাঁকে মারা হয়েছে বলে দাবি। শুধু তাই নয়, যে সমস্ত গাড়ি ছিল গান্ধী ময়দানে সমস্ত গাড়ি পুলিশ চেকিং করেছে। যা নিন্দনীয় বলে বার্তায় জানিয়েছে জন সূরজ পার্টি। দলের তরফে একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোরকে একেবারে টেনে হিচড়ে অনশন মঞ্চ থেকে তোলার চেষ্টা করছে পুলিশ। বেশ কয়েকজন তাঁকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। জানা যাচ্ছে, পুলিশের এহেন আচরনের বিরুদ্ধে হাইকোর্টেও যাবে দল। অন্যদিকে প্রশান্ত কিশোরও জানিয়েছেন, আন্দোলন চলবে।


Post a Comment

0 Comments