পৌরনিগমের উদ্যোগে আশা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল ভ্যাকসিনের প্রশিক্ষণ শিবির

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনার ভ্যাকসিন যাতে আরো বেশি করে মানুষের মধ্যে দেওয়া যায় তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। আর সেই ভ্যাকসিনের ডোজ দেওয়ার জন্য লাগবে আরো বেশি করে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী। আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আসানসোল পৌরনিগমের উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আশা কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির। আর এদিনের এই প্রশিক্ষণ শিবিরে আসানসোল পৌরনিগমের মোট ৩৪৫ জন আশা কর্মী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী দিনে এই পৌরনিগম এলাকায় ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পূরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই আগামী দিনে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষেরা ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ নেবেন। তারা আসানসোল পৌরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ১০০ শতাংশ পূরনের লক্ষ্যমাত্রা নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক গাঙ্গুলী কি বলেন ভ্যাকসিনের লক্ষ মাত্রায় পৌঁছাতে এই স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণটা খুব জরুরী ছিল। আগামী দিনে তারা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেবার কাজ করবে। শুধু তাই নয় বয়স্ক ব্যক্তিদেরও ভ্যাকসিন দেওয়া হবে।

Post a Comment

0 Comments