নিউজ ডেস্ক: 'আমার ছেলে-মেয়ে মাদক নেয় না', আরিয়ানের জামিনে জানালেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অভিনেতা শত্রুঘ্ন সিনহা সদ্য এক সাক্ষাৎকারে নিজের মেয়ে এবং দুই ছেলে নিয়ে মুখ খুললেন। অভিনেতা জানিয়েছেন, তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা এবং দুই ছেলে লব এবং কুশ সিনহা কখনও ড্রাগ নেওয়ার মতো পাপ কাজ করেননি।
এমনকি তিনি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের মাদক-কাণ্ড নিয়েও কথা বলেছেন ।এনডিটিভি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্নকে প্রশ্ন করা হয়েছিল, সেলিব্রিটিদের জন্য তাদের ব্যস্ত সময়সূচির কারণে তাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করা কি চ্যালেঞ্জিং?। এই বিষয় কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘সুযোগ থাকুক আর না থাকুক, তবে এমনটা কখনই হওয়া উচিত না। আমি প্রথম থেকেই মেনে চলি, সকলকে বলিও, তামাক বিরোধী ক্যাম্পেন করি। আমি সব সময়ই মাদক এবং তামাককে এড়িয়ে চলার কথা বলি’।
তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ছেলেমেয়ে লব-কুশ এবং সোনাক্ষীর বেড়ে ওঠা খুব ভালো মতো হয়েছে। ওদের নিয়ে আমি গর্ব বোধ করি। এই ব্যাপারে ওদের নিয়ে না কখনও শুনেছি, না কখনও দেখেছি। ওদের এসব কোনও হালচাল নিয়েও শুনিনি’।
এছাড়া শত্রুঘ্ন যোগ করেছেন যে, অন্যান্য অভিভাবকদের খেয়াল রাখা উচিত যে তাদের সন্তানরা যেন একা অনুভব না করে। তাঁরা একা অনুভব করলেই ভুল সঙ্গে পড়ে বা খারাপ কাজ করে।
[10/31, 7:31 PM] +91 76795 61518: "মোজা অপরিষ্কার হওয়ায় অফিস আসা সম্ভব নয়" ছুটির আবেদন জানানো হোয়াটসঅ্যাপ এই মেসেজই ভাইরাল
বেসরকারি সংস্থায় কর্মরত বেশিরভাগ মানুষ-ই ঘুম থেকে উঠে অফিস যান। আর অফিসের চাপ সামলে বাড়ি ফিরে ঘুমোন।আসলে, বেসরকারি সংস্থায় কর্মরত বেশিরভাগ মানুষের জীবনযাত্রা এমনই হয়ে থাকে।
একঘেয়ে জীবন রোজ ভাল না লাগায় মাঝেমধ্যে ছুটি নেন অনেকেই। ছুটি চাইতে গিয়ে নানা অজুহাতও দেন কেউ কেউ। কর্পোরেট সংস্থায় মেল কিংবা বসকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছুটি নেওয়াই দস্তুর। বস সুযোগ সুবিধা বুঝে ছুটির আবেদনে অনুমোদন দেন। কেউ পান আবার কেউ পান না।
তবে এখন একটি ছুটির আবেদন জানানো হোয়াটসঅ্যাপ মেসেজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কিন মুরে নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর অধীনস্থ কর্মীর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
মেসেজে ওই কর্মী লিখেছেন তিনি অফিসে একদিনের ছুটি চান। কারণ, তাঁর প্রেমিকা মোজা কাচতে ভুলে গিয়েছেন। সেটি অপরিষ্কার হওয়ায় পরে অফিস আসা সম্ভব নয়। আর মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়। কারণ, তাঁর জুতো ছিঁড়ে গিয়েছে। বড় বড় গর্ত রয়েছে। তাই জুতো পরতে মোজা প্রয়োজন।
বস এই মেসেজ পাওয়ার পর কী করবেন তা বুঝতে পারেননি। শেষমেশ যদিও ছুটির অনুমোদন দেন। তবে আর কেউ এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিতেন না বলেও উল্লেখ করেছেন মেসেজে।হোয়াটসঅ্যাপ মেসেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা নিমেষেই হয়ে যায় ভাইরাল। এমন কারণ দেখিয়েও কেউ ছুটির আবেদন করতে পারেন, তা ভেবেই নেটিজেনরা হেসে খুন।
0 Comments