প্রথমে পাকিস্তানে টানা উইকেট পতন। তারপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়। পর পর দুটি ম্যাচে হেরে রীতিমতো চাপের মুখে পড়েছে বিরাট কোহলির বাহিনী। তাহলে কী ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা এখানে শেষ? এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
জটিল একটি অঙ্ক বলছে, ভারত এখনও সেমিফাইনালে যেতে পারবে। তবে সেই অঙ্কের সমাধান ভারতের হাতে নেই। নিজেদের জয়ের সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ফ্যাক্টর ভারতের জন্য। নিউজিল্যান্ডের পয়েন্ট কমলেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হবে।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত ভারতের হাতে তিনটি ম্যাচ আছে। ওই তিন ম্যাচে অবশ্যই জিতে আসতে হবে তাদের। কিন্তু রানরেটের যে অবস্থা তাতে ভারতকে তিনটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে। অন্যদিকে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে।
ইতোমধ্যে পাকিস্তান তিনটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে। এ গ্রুপের দুইয়ে আছে আফগানিস্তান। তারা তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে, একটি হেরেছে। এরপর আছে নিউজিল্যান্ড। তারা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। চার নম্বরে আছে নামিবিয়া। তারা আবার দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে। পাঁচ ও ছয়ে থাকা দুই দল ভারত ও স্কটল্যান্য যথাক্রমে দুটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি।
রবিবার (৩১ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১০ রান করে ভারত। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ১৯ বলে অপরাজিত ২৬ রান করেছিলেন। এটিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল। ২৪ বলে ২৩ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। এর বাইরে কোনও ব্যাটসম্যানই ২০ রানের গণ্ডি টপকে যেতে পারেননি। যার ফল, মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যে রানটা মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতে সহজেই করে ফেলে নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ রান করে কিউইরা। ৮ উইকেটে ম্যাচ জিতে যায় কেন উইলিয়ামসনের দল।
0 Comments