রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নির্দেশেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন প্রদান ক্যাম্প আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন প্রদান ক্যাম্প আয়োজন করে। শনিবার পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল মহকুমা শাসকের দফতরে এবং মহকুমা স্তরে দুর্গাপুর সৃজনী হলে এদিন বেলা ১১ টা থেকে এই শিবির আয়োজিত এদিন এই ক্যাম্প থেকে বহু ছাত্র-ছাত্রীকে ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ঋণ অনুমোদন পত্র এবং প্রতিটি কার্ড প্রাপক ছাত্র- ছাত্রীকে মাননীয়া মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
প্রসঙ্গত বলা যেতে পারে মাননীয়া মুখ্যমন্ত্রী আগামী পয়লা জানুয়ারি ২০২২ শিক্ষার্থী দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আর সেই লক্ষ্যকেই মাথায় রেখে রাজ্য সরকার এদিন আয়োজন করে এই শিবিরের। এদিকে রাজ্যের অন্যান্য জায়গার সাথে পশ্চিম বর্ধমান জেলার দুই মহকুমা দফতরে শনিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন প্রদান শিবিরের আয়োজন হয় ৷ আর এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক( উন্নয়ণ) সঞ্জয় পাল , আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা সহ জেলার প্রশাসনের বেশ কিছু আধিকারিক৷ এছাড়াও উপস্থিত ছিলেন ইউকো ব্যাঙ্কের প্রতিনিধিরা।
0 Comments