কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার তৃতীয় দিনে নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ সুপার সুমিত কুমার

 নিজস্ব সংবাদ প্রতিনিধি, সংবাদপত্র, ২০ নভেম্বরঃ কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার তৃতীয় দিনে সরেজমিনে নিরাপত্তাব্যবস্থা কি রয়েছে তা খতিয়ে দেখতে হঠাৎ করেই রাসমেলা ময়দানে আসলেন পুলিশ সুপার সুমিত কুমার। এসে নিয়ে গোটা মেলা চত্বর ঘুরে দেখার পাশাপাশি তিনি বিভিন্ন অফিসারদের সাথে কথাবাত্রা বলেন এবং করণা বিধি কতখানি মেনে দোকানদার মেলায় বসছে সেসব বিষয়ে খতিয়ে দেখেন তিনি। এদিন এই সারপ্রাইজ ভিজিটে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ও ডিএসপি হেডকোয়ার্টার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক গণ ও কোতোয়ালি থানার আইসি


আজ মেলা তৃতীয় দিন আর এই তৃতীয় দিনের মেলার নিরাপত্তা খুঁটিয়ে দেখলে স্বয়ং জেলা পুলিশ সুপার।

তিনি জানান, আগামীকাল থেকে অ্যামিউজমেন্ট লাইন চালু হয়ে যাবে, এছাড়াও সিভিল ড্রেসে অনেক পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে এই মেলার কাছে। তাছাড়াও নটবেঙ্গল এর বিভিন্ন জেলা থেকে পুলিশকর্মীরা এসেছে এই মেলায় ডিউটি করতে। এছাড়াও শুধু দুটো চোখই সীমাবদ্ধ থাকছে না এই মেলার নিরাপত্তা। তিন নাম্বার চোখ অর্থাৎ সিসিটিভি ও ড্রোন ব্যবস্থা করা হয়েছে এ মেলায় নিরাপত্তার বেস্টন এর জন্য।

Post a Comment

0 Comments