বসিরহাট শহর জুড়ে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস

 



আলিনুর মন্ডল, বসিরহাট: আজ সারা ভারত জুড়ে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির লালকেল্লা থেকে কলকাতার রেড রোড সর্বত্র মহাসাড়ম্বরে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। 


 আজ বসিরহাটের মাটিয়া থানার শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর মাটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুসতাক আহমেদ, যুব সভাপতি কুতুবউদ্দিন টিয়া মাস্টার, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা হাজি আব্দুস সাত্তার সাহেব, প্রেমেন্দ্র মল্লিক ঝন্টু, যুব নেতা জহিরুল আলম লাল্টু, আবু জাফর, ডাঃ শরীফ সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।

   

অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুসতাক আহমেদ বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এক সুন্দর স্বাধীন ভারত পেয়েছি, তাঁদের অবদান আমরা কোনো দিন ও ভুলতে পারিনা। আজ এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি দেশে যে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সৃষ্টি হয়েছে আমরা তা নির্মূল করতে বদ্ধপরিকর। আমরা চেষ্টা করব হিন্দু মুসলিম ঐক্য রক্ষা করতে।

যুব নেতা কুতুবউদ্দিন টিয়া মাস্টার বলেন, আজ আমাদের সকলের শপথ হোক এই বিভাজনের রাজনীতির শিকড় উপড়ে ফেলে আবারোও এক নতুন স্বাধীন ভারতের শুভ সূচনা হোক।

Post a Comment

0 Comments