পশ্চিমবঙ্গে জারি হল HIGH ALERT

 



একুশের নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কয়েকবার মাওবাদী পোস্টার পড়তে দেখা গিয়েছিল। এবার দেশের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যে দেখা দিল মাওবাদী আতঙ্ক। যদিও বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার দাবি করে এসেছে, এই রাজ্যে মাওবাদী সমস্যা নেই। এখন জঙ্গলমহল হাসছে। 


এই পরিস্থিতিতে গোয়েন্দা দফতর (‌আইবি)‌ রাজ্য পুলিশকে মাওবাদী হামলা হতে পারে বলে সতর্ক করেছে। এমনকী রেল স্টেশনে, ট্রেনে মাওবাদীরা হামলা হতে পারে বলেও সতর্কতা জারি করেছে।


এই সতর্কতা পেতেই রাজ্য পুলিশ বুঝতে পারছে জঙ্গলমহল আর হাসছে না। বরং জঙ্গলমহল আবার ভয়ে শিউরে উঠছে। শুধু তাই নয়, এবার মাওবাদীরা হামলা করতে পারে তৃণমূল কংগ্রেসের নেতা, মোবাইল টাওয়ার, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ডেরাতেও। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে গোয়ান্দা দফতরের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments