নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, ৪ জানুয়ারি: বিহারে কাজ করতে গিয়ে গুলি করে খুন করা হলো হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে বলে অভিযোগ পরিবারের। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শামীম আক্তার। বাড়ি হরিশচন্দ্রপুরের কাওয়ামারী এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, শামীম আক্তার বিহারের পাটনার কারমালি চক বাইপাস আস্তানা এলাকায় পাইপ লাইন এর কাজ করতে যায়। তিনদিন পর তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না।সোমবার রাতে কাজ করে বাড়ি ফেরার পথে কেউ বা কারা শামীমকে গুলি করে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা শামিমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
আরো জানা যায় বাড়িতে রয়েছে তিন ভাই এবং এক বোন। রয়েছে স্ত্রী, কন্যা সন্তান এবং বৃদ্ধা মা। অভাবের সংসার।হরিশ্চন্দ্রপুরে গাড়ি চালাত সে। কিন্তু লকডাউনে তেমন ভাড়া না পাওয়াই বিহারে কাজ করতে চলে যায়। পরিবারের লোকেদের সঙ্গে প্রতিদিন ফোনে কথা হতো।তার মধ্যেই এই বিপত্তি।
খবর পেতেই এদিন পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে যায় হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান।দোষীদের শাস্তির দাবির পাশাপাশি সবরকমের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক তজমুল হোসেন।
0 Comments