আলিনুর মন্ডল, বসিরহাট, ৩ জানুয়ারি: ১৫-১৮ বছর বয়সীদের টিকাদান রাজ্যব্যাপী চালু করা হয়েছে। আজ বসিরহাট ২ নম্বর ব্লকের বেলের ধান্য কুড়িয়া স্কুলে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন বসিরহাট ২ নম্বর ব্লকের BDO জয়দীপ চক্রবর্তী, BMOH সাহেব, সমস্ত স্বাস্থ্য কর্মী ও ক্যাম্পের সাথে যুক্ত সকল ব্যক্তির অক্লান্ত পরিশ্রমে এই কর্মযজ্ঞ সম্পূর্ণ হল।
বসিরহাট ২ নম্বর ব্লকের BDO জানান, আগামী দিনে এই রকম ভ্যাকসিনেশন ক্যাম্প আবারো হবে, সকল ছাত্র ছাত্রীদের টিকা করণ অতি দ্রুততার সাথে সম্পূর্ণ করে তাঁদের নিরাপত্তা কে সুনিশ্চিত করতে পারবো আশা রাখি।
0 Comments