নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল বসিরহাটে

 



আলিনুর মন্ডল, বসিরহাট, ৩ জানুয়ারি: বসিরহাট মহকুমার অনন্তপুরে স্টেশন লাগোয়া একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল আজ সোমবার। অভিযোগ, দুষ্কৃতীরা রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে একদিকে যেমন চলন্ত ট্রেনে ছিনতাই করত, তেমনই চলত রাহাজানি। সমাজবিরোধীরা এই কাজ করে এলাকা থেকে চলে যেত। ফলে সমস্যায় পড়তেন স্থানীয়রা।


এই সমস্যায় অভিযোগ জমা পড়ত বসিরহাট থানায়। যা ওই সমস্ত এলাকা থেকে দূরে হওয়ায় কিনারা করতে অনেকটাই সময় লেগে যেত। একদিকে রেল পুলিস, অন্যদিকে বসিরহাট থানার পুলিস। তবুও সমস্যায় সাধারণ মানুষ। এবার অনন্তপুর, নিমদাঁড়িয়া, মধ্যমপুর স্টেশন লাগোয়া অনন্তপুর এলাকায় তৈরি হল একটি পুলিস ফাঁড়ি। তারই শুভ উদ্বোধন হয় সোমবার দুপুরে। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বসিরহাট জেলার পুলিস সুপার জবি থমাসকে, অতিরিক্ত পুলিস সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়, বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ পুলিস আধিকারিকরা।

Post a Comment

0 Comments