বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচারকাণ্ডে ফের তলব এড়ালেন। জানা গিয়েছে, ফের একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ালেন তৃণমূলের এই দাপুটে নেতা। শুক্রবার কলকাতার নিজাম প্যালেসে গরু পাচারকাণ্ডের তদন্তের স্বার্থে অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সূত্রের খবর, এদিন বেলা ১০ টায় তাঁর আইনজীবী দেখা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে। সেখানে তদন্তকারীদের কাছে বোলপুর সংলগ্ন এলাকায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের আরজি জানানো হবে বলেও খবর।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সম্প্রতি ভোট পরবর্তী মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানায়, আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
0 Comments