পুরভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে সোমবার রাজ্যজুড়ে বনধ ডাকল বিজেপি




নিউজ ডেস্ক: পুরভোটে সন্ত্রাস ও হিংসার অভিযোগ তুলে আগামীকাল সোমবার ১২ ঘন্টা বাংলা বনধ ডাকল রাজ্য বিজেপি। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন রাজ্যে ১০৮ টি পুরসভা ভোটে লাগামহীন সন্ত্রাস চালিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারই প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।

পুরভোট শেষ হতে না হতেই বাংলা বনধের ডাক দিল রাজ্য বিজেপি। শুধু বনধের ডাক নয়, তা সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে গটা বাংলা স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে অনেকেই।

Post a Comment

0 Comments