নিউজ ডেস্ক: আজ অনুষ্ঠিত হল নাগরের বাড়ী আল হেরা মডেল অ্যাকাডেমীর ব্যবস্থাপনা ও স্টুডেন্টস ইসলামীক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কোচবিহার শাখার পরিচালনায় এক বিরাট রক্তদান ও স্বাস্থ্যসেবা শিবির। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ইমরান হোসেন, সদস্য সোলেমান খন্দকার, একরামুল খন্দকার প্রমুখ।উক্ত শিবিরে রক্তদানের পাশাপাশি এলোপ্যাথি ও হোমিওপ্যাথির ডাক্তার উপস্থিত ছিলেন ডাঃ মেরাজ উদ্দিন আহমেদ, ডাঃ সৌম্য প্রসাদ দাস কবিরাজ, ডাঃ ওয়াসিমুল ওয়াদুদ, হোমিওপ্যাথিক প্রাকটিশনার মোসারব হোসেন খান।
এই শিবিরে প্রায় ১০০জন রোগী ও রক্তদাতাকে পরিষেবা প্রদান করা হয়।
0 Comments