সুরাপ্রেমীদের জন্য সুখবর। জানা গিয়েছে, বাজারে আসছে ফ্রুটি, মাজা বা ফ্রুট জুসের মত মদের নানা ব্র্যান্ডের 'টেট্রা' প্যাক। ইতিমধ্যেই মদের দুটি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে টেট্রা প্যাক বাজারে আনার জন্য। দিল্লির আবগারি শুল্ক দফতরের পক্ষ থেকে এই অনুমতি মিলেছে।
নতুন শুল্ক নীতি অনুযায়ী, নয়া এই টেট্রা প্যাক বাজারে আনার জন্য অনুমতি চেয়ে এখনও পর্যন্ত আবেদন জানিয়েছে অন্তত ৭০০ সংস্থা। তাদের মধ্যে ২টি ব্র্যান্ডকে অনুমতি দেওয়া হয়েছে। এই টেট্রা প্যাক হবে ১৮০ মিলিলিটারের।
কাগজের প্যাকিং হওয়ায় প্লাস্টিক বা কাঁচের বোতলের তুলনায় দাম হবে অনেকতাই কম। সূত্রের খবর, যে ৭০০ ব্র্যান্ড টেট্রা প্যাক তৈরির অনুমতি চেয়েছে, তার মধ্যে রয়েছে ২০০ হুইস্কি এবং ওয়াইন ব্র্যান্ড, ৯০ বিয়ারের ব্র্যান্ড, ভডকার ৭০ এবং রামের ৫০ নামী সংস্থা। দেশের হাতে গোনা কয়েকটি রাজ্যে মদের টেট্রা প্যাক পাওয়া যায়। তবে বেশিরভাগ রাজ্যেই তা পাওয়া যায় না। সেই তালিকায় ছিল দিল্লিও।
এ বারে দিল্লিতেও পাওয়া যাবে এই টেট্রা প্যাক। দিল্লি সরকারের আবগারি দফতর নতুন শুল্ক নীতি গ্রহণ করার পর থেকেই বিক্রেতারা বিপুল ছাড়ে মদ বিক্রি করতে শুরু করেছেন। নতুন দাম লাগু হয়েছে দেশীয় মদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মদেও। ক্রেতাদের থেকে বোতলে প্রিন্ট করা দামের থেকে ৩০-৩০ শতাংশ কম দাম নিচ্ছেন বিক্রেতারা।
0 Comments