সরকারি কর্মচারীরা এবার থেকে কোনওভাবেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করতে পারবেন না সাধারণ মানুষকে। আম জনতাকে হয়রান করার শাস্তি হবে মোটা অঙ্কের জরিমানা। ১০ হাজার টাকা পর্যন্ত গুণাগার দিতে হতে পারে রাজ্য সরকারি কর্মীদের। নয়া উদ্যোগ নবান্নের।
সূত্রের খবর অনুযায়ী, এমন সব নিয়ম চালু করতে 'পশ্চিমবঙ্গ জন পরিষেবা অধিকার আইন, ২০১৩'-এ বদল চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।ইতিমধ্যেই তার খসড়া জমা পড়েছে আইন দফতরে। সব দিক বিবেচনা করে তাতে প্রাথমিক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি শুধু মুখ্যমন্ত্রীর সম্মতি। সেই চূড়ান্ত সিলমোহর মিললেই আইন বদলের কাজে হাত দেওয়া হবে। পরিষেবা দিতে সর্বোচ্চ কতদিন সময় লাগবে, তার হিসেব চাওয়া হয় আধিকারিক ও কর্মীদের কাছে।
সেই অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার বিজ্ঞপ্তি প্রকাশ করে দফতরগুলি। এই আইনের আওতায় আনা হয় পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতকেও। আইন অনুযায়ী, সরকারি দফতরে আবেদন জানিয়ে নির্ধারিত দিনের মধ্যে পরিষেবা না পেলে অভিযোগ দায়ের করা যাবে। কোন পদাধিকারীর কাছে নালিশ জানাতে হবে, বিজ্ঞপ্তিতে সে কথাও উল্লেখ করা হয়।
এমনকী তাতে সুরাহা না মিললে আরও উচ্চ পদাধিকারীর কাছে অভিযোগ জানানো যাবে। যদি কর্মী বা আধিকারিকের গাফিলতি প্রমাণিত হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করার সংস্থান রয়েছে আইনে।
0 Comments