নাচ, গান ও শোভাযাত্রার মধ্য দিয়ে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা

 


নদীয়ার শান্তিপুর থানার একাধিক সরস্বতী পূজো বারোয়ারীর শোভাযাত্রার মধ্য দিয়ে নৃসিংহপুর গঙ্গার ঘাটে চলছে বিসর্জনের পালা। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর  গোস্বামী। নাচ গান বিভিন্ন বাজনার মধ্য দিয়ে বারোয়ারি গুলি সরস্বতী প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে গঙ্গার ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে রওনা হয়। শান্তিপুর পুলিশ প্রশাসনের কড়া নজরদারির মধ্যে দিয়ে চলে সরস্বতী পূজার শোভাযাত্রা এবং বিসর্জন পালা। করোনা পরিস্থিতিতে যাতে করণাভিরুস মেনে চলে সেদিকেও নজর রেখেছে শান্তিপুর পুলিশ প্রশাসন। তবে সরস্বতী শোভাযাত্রা ধীরে শান্তিপুর বাঁশির মনে উন্মাদনা এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post a Comment

0 Comments