দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা

 





নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশন ক্লাবের পরিচালনায় রবিবার সকাল ১১টায় বড় আটিয়াবাড়ী রাধানগর কলোনির মাঠে সর্বসাধারণ বালক বিভাগ ও বালিকা বিভাগের দৌড় প্রতিযোগিতা ও বালিকাদের নিয়ে মিউজিক বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


 কোচবিহার ভেন্ডা সাহেববাড়ি ক্লাবের সঙ্গে দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশন ক্লাবের মধ্যে প্রতিযোগিতা হয়। এদের মধ্যে বিজয়ী হন কোচবিহার ভেন্ডা সাহেব বাড়ি ক্লাব।  ভলিবলে অংশগ্রহণ করেন সুরঞ্জন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভার্সেস নিয়ার  মিশন ক্লাব। এদের মধ্যে জয়ী হন নিয়ার মেশিন ক্লাব।


এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আসাদুল হক মহাশয়,পরিমল চন্দ্র রায় মহাশয় প্রধান শিক্ষক। এছাড়াও উপস্থিত ছিলেন বড় আটিয়াবাড়ী উপপ্রধান আব্দুল জলিল হক মহাশয়, পঞ্চায়েত মেম্বাররা ও সমিতি মেম্বারা। দিনহাটা নববিকাশ সোশ্যাল অর্গানাইজেশন ক্লাব সম্পাদক তোফাজ্জল হক ও আবুল কালাম আজাদ।

Post a Comment

0 Comments