এবার সঞ্চালক কঙ্গনা রানাওয়াত!

 



কঙ্গনা রানাওয়াত অভিনেত্রী ও পরিচালক হিসেবে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। এবার এক নতুন রূপে তাঁকে দেখা যেতে চলেছে। এবার ওটিটি প্ল্যাটফর্মের রিয়ালিটি শোয়ে তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। রেনল্টের সঙ্গে জোট বেঁধে এই রিয়্যালিটি শোয়ের প্রযোজনা করছেন একতা কাপুর। 



এই শোয়ের নাম 'লক আপ'। জানা গিয়েছে, এই শো নাকি খুব সাহসী হতে চলেছে। অর্থাৎ নির্ভীকরাই এই শোয়ে অংশ নেবেন। আর তাই শোয়ের সঞ্চালক হিসেবে ভাবা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে । কারণ তিনি খুবই স্পষ্টবাদী। নিজের মতামত পোষণ করতে ভয় পান না। 


এমনই মনে করেন নির্মাতারা। বিগবসের ফরম্যাটেই তৈরি হবে এই শো। এটি একটি রিয়্যালিটি শো যেখানে প্রতিযোগীরা ৮-১০ সপ্তাহ থাকবেন। তাঁরা যেখানে থাকবেন তার চারদিকে ক্যামেরা থাকবে। নতুন ইনিংসে ছক্কা হাঁকাতে সব দিকেই তৈরি কঙ্গনা।

Post a Comment

0 Comments