ইউক্রেনকে পরামর্শ দিল পাক বিদেশমন্ত্রী। এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে এত সহজে পিছিয়ে আসবেন না।
এখন তাঁর চোখ রয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার দিকে। পুতিন যখন ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নেন, ঠিক সেই সময়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মস্কো সফর করেন। তবে, এখানেই শেষ নয়, এবার পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আরও একধাপ দেখিয়ে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবাকে শান্তির পাঠ শেখানোর চেষ্টা করেছেন।
কুরেশি ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবাকে সরাসরি ফোন করে de-escalation-এর গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন যে, কূটনীতির মাধ্যমে যে কোনো সংঘর্ষই এড়ানো যায়।
পাশাপাশি, কুরেশি আরও বলেন যে, যুদ্ধে কারো কোনো আগ্রহ নেই। কারণ উন্নয়নশীল দেশগুলোকে সবসময় যুদ্ধের মূল্য দিতে হয় তাদের অর্থনীতির বিশাল ক্ষতির মাধ্যমে।
এমনকি ইউক্রেনে আটকে পড়া পাকিস্তানি ছাত্র ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়েও কুরেশি ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের সীমান্ত থেকে পাকিস্তানের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সেখানকার কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কুরেশি কুলেবাকে ধন্যবাদও জানিয়েছেন।
0 Comments