পৃথিবীর বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’ গুঁড়িয়ে দিল রুশ সেনা!

 



নিউজ ডেস্ক: আলোচনার পথে এগোলেও; বিরাম নেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ । কিভে এ বার পৃথিবীর বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’  গুঁড়িয়ে দিল রুশ সেনা। রাজধানী কিয়েভের কাছে প্রচণ্ড লড়াইয়ের সময়ে রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে বিমানটি। 


ইউক্রেনের তৈরি ওই বিশালদেহি পণ্যবাহী বিমানটি অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম সেরা নিদর্শন। ইউক্রেনীয় ভাষায় ‘Mriya’ শব্দের অর্থ স্বপ্ন। এই বিমানটিকে নিয়ে প্রকৃত অর্থেই স্বপ্ন দেখেছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার আক্রমণে সেই ‘স্বপ্নে’রই অপমৃত্যু ঘটেছে। বিশাল আর্থিক ক্ষতি হয়েছে ইউক্রেনের। সেই আশির দশকে সোভিয়েত জমানায় তৈরি করা হয়েছিল এই বিমান। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। 



ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান, কিয়েভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে জোর লড়াই চলছে রুশ ও ইউক্রেনের বাহিনীর। তখনই রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে হস্টোমেল এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানটি।


ইউক্রেনের সরকারি টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, কিয়েভের কাছে একটি বিমানবন্দরে রুশ হানাদার বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে বিশ্বের বৃহত্তম বিমান ‘ম্রিয়া’। কিন্তু তারা আবার বিমানটি তৈরি করবেন। স্বাধীন, শক্তিশালী ও গণতান্ত্রিক ইউক্রেন গড়ে তুলবেন তারা।

Post a Comment

0 Comments