বড় খবর: জেলায় জেলায় নির্দেশিকা জারি করল TMC

 


শুক্রবার ১০৮ পুরসভায় প্রার্থীতালিকা ঘোষণা করে তৃণমূল। কয়েক ঘণ্টার পর আবার সেই তালিকা বদল করা হয়। পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী সই করার পর, নয়া তালিকা পাঠিয়েও দেওয়া হয় প্রত্যেকটি জেলায়, জেলা সভাপতিদের। তারপরও দেখা যায় ঘাসফুল শিবিরের 'তালিকা-বিক্ষোভ'। 


জেলায় যখন প্রার্থী বদলের দাবিতে পথে নেমেছেন দলের কর্মী সমর্থকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দেশিকা জারি করল শাসক দল।


একনজরে তৃণমূলে পুর-নির্দেশিকা:-


১) যাকে দল প্রার্থী করবে; তার সমর্থনে দলের সব শাখা সংগঠন কে প্রচারে নামতে হবে।


২) মিছিল, মিটিংয়ে কমিশনের বিধি মেনে চলতে হবে।


৩) ডিজিটাল প্রচারে জোর। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীকে প্রচার করতে হবে ২বার।


৪) ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে।


৫) আগের ভোটে যেসব এলাকায় বিরোধীরা এগিয়ে ছিল বা যাঁরা অন্যদলে ভোটার হিসেবে পরিচিত, তাঁদের বাড়ি বাড়ি দিয়ে কেন্দ্রীয় জনবিরোধী নীতি তুলে ধরতে হবে প্রার্থীদের।


৬) স্রেফ এলাকায় উন্নয়ন বা স্থানীয় ইস্যু নয়, প্রচারে মুখ্যমন্ত্রী ছবি-সহ সরকারের বিভিন্ন প্রকল্পেও জোর। কীভাবে প্রতিটি পরিবারের বিভিন্ন বয়েসের সদস্যরা উপকৃত হয়েছেন, তা ব্যখ্যা করতে হবে।

Post a Comment

0 Comments