বিক্রম কর্মকার, ত্রিপুরা: কন্যা সন্তান বোঝা নয় আশীর্বাদ, কন্যা সন্তান ভগবানের শ্রেষ্ঠ পুরস্কার। আগরতলা পূর্ব চানমারি এলাকায় মা পপী দাস এবং বাবা সুরজ দাস তাঁদের পরিবারে কন্যা সন্তান জন্ম হওয়ায় খুশিতে মাতল গোটা পরিবার। ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে পুষ্প ছিটিয়ে বাবা সুরজ দাস উনার কন্যা সন্তান এবং মা পপি দাস'কে তাদের ঘরে প্রবেশ করান।
বাবা সুরজ দাস বলেন, কন্যা সন্তান জন্ম হওয়াতে খুবই খুশি তাঁরা। সমাজের সকল অংশের মানুষের প্রতি বাবা সুরজ দাস বার্তা দেন, কন্যা সন্তানকে ভালোবাসার জন্য। একটি ছেলের যেমন অধিকার একটি কন্যার ও তেমন অধিকার। গ্রাম এলাকায় কন্যা সন্তান হলে অনেকে মন খারাপ করে। তাদেরকে উৎসাহিত করে তাঁদের বুঝান বাবা সুরজ দাস ছেলে মেয়ে সব সমান। মেয়েরা শিক্ষায় এবং কর্মজীবনে এখন অনেক এগিয়ে ও দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা আছেন।
0 Comments