দিনহাটা মহকুমায় সোনার দোকানে পর পর ডাকাতির ঘটনায় সৃষ্টি হয়েছে রীতিমত চাঞ্চল্য। দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ বাজারে গতকাল গভীর রাতে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা ঘটে। গীতালদহ বাজারের স্বর্ণ ব্যবসায়ী পার্থ বসাক ও পতিত পাবন রায় দুজনের দোকানের শাটার কেটে লোহার সিন্দুক ফাটিয়ে সোনা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরা থাকলেও সিসিটিভি ক্যামেরা অকেজো করে রাখা হয়। উভয় দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লক্ষাধিক টাকা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সকালে গীতালদহ পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্তিত হয় এবং তারপরে দিনহাটা থানার আইসি সুরজ থাপা গিয়ে ঘটনাস্তল পরিদর্শন করেন ও দোকানদারদের আশ্বস্ত করেন তদন্তের বিষয়ে।
উভয় বাবসাহি জানান, এদিনের এই দুরসহসিক ডাকাতিতে তাদের দোকানের সর্বস্ব লুট হয়ে গেছে। তারা এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছে।
0 Comments