রেকর্ড হারে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে!

 




আজ রাত থেকেই তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার রাত থেকে রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 10 থেকে 12 দিন সেভাবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে।


মার্চে যত দিন যাবে, তত পারদ চড়বে। তবে এই উত্থান লাগামছাড়া হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃ্ষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও।


অভিমুখ যদিও শ্রীলঙ্কা-তামিলনাড়ু। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী।

Post a Comment

0 Comments