লন্ডনের সাইনবোর্ডে জায়গা পেল বাংলা ভাষা!

 



বাংলা ভাষা এবার লন্ডনেও। লন্ডনে বাঙালিকে সম্মান দিয়ে সাইনবোর্ডে জায়গা পেল বাংলা ভাষা। ইংরাজির পাশাপাশি বাংলাতেও পড়া যাবে স্টেশনের নাম। রানির দেশেও বিশেষ সম্মান বাংলা ভাষার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশন  অঞ্চল বলতে গেলে ছোটখাটো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ। 


এই অঞ্চলে ইংল্যান্ডের থাকা ৭০ শতাংশ বাঙালিই থাকেন। শুধু স্টেশনের নামেই নয়, এই অঞ্চলের অনেক দোকানের নামেও রয়েছে বাংলা। সূত্রের খবর, লন্ডনে বসবাসকারী বাঙালিদের বহুদিনের দাবি মেনেই এই পরিবর্তন। প্রতিদিন ওই স্টেশন দিয়ে শুধু বাঙালি নন, যাতায়াত করেন প্রায় বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। 


সেখানে আলাদা করে বাংলা ভাষায় সাইনবোর্ড, বাঙালি হিসেবে বিশেষ সম্মানের বলেই মনে করছেন সেখানকার বাংলা কমিউনিটি। একদিকে বিদেশে বাড়ছে বাংলা ভাষার চর্চা। অন্যদিকে, খোদ বাংলাতেই অবহেলিত মাতৃভাষা। 


বাংলা ভাষা নিয়ে বহুদিন ধরে কাজ করে আসা সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাংলায় যেখানে সবকিছু থেকে বাংলা সরিয়ে হিন্দি করে দেওয়া হচ্ছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে লন্ডনে বাংলায় সাইনবোর্ড বাঙালির জন্য সুখানুভূতি তো বটে।"

Post a Comment

0 Comments