নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, ১২মার্চ: হরিশ্চন্দ্রপুর এলাকায় বড়সড় ডাকাতির ছক বানচাল করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।শুক্রবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পিপলা এলাকার একটি আম বাগানে হানা দিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। ধৃত তিন ডাকাতের নাম নুরা হরিদাস(২১), শেখ খলিল(৪০) ও রবিউল ওরফে বাবলু(৩২)। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
পুলিশ জানায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ বেশ কয়েকটি লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান এরা বড়সড় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ধৃত ওই তিনজনকে শনিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।
0 Comments