মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ২০২৪ এর বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। এমন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ বারবার প্রচার এগিয়েও ইউপিতে সপাকে জেতাতে ব্যর্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে পাঞ্জাবে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আপ । গোয়াতে দুটি আসন পেয়েছে তারা। এবার তৃণমূল প্রার্থী চার্চিল আলোমাও কে পরাজিত করেছে আপ। এই আসনটি নিয়ে আশাবাদী ছিল গোয়ায় প্রথমবার ভোটে লড়া তৃণমূল।
0 Comments