স্বামী বা বিয়ের কোনো স্মৃতিই আর নিজের কাছে রাখতে চান না সামান্থা!

 


গত বছরের ২ রা অক্টোবর নেটমাধ‍্যমে বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষনা করেন নাগা ও সামান্থা। এবার অভিনেত্রী সামান্থা নিজের বিয়ের শাড়িটা নাকি নাগাকে ফিরিয়ে দিয়েছেন। সম্ভবত স্বামী বা বিয়ের কোনো স্মৃতিই আর নিজের কাছে রাখতে চান না সামান্থা। খবর, বিয়েতে সামান্থা যে শাড়িটা পরেছিলেন সেটি আসলে নাগা চৈতন‍্যর ঠাকুরমার শাড়ি। তবে অভিনেত্রীর ফ‍্যাশন ডিজাইনার বন্ধু ক্রেশা বাজাজ টুকটাক কিছু পরিবর্তন করে আরো সুন্দর করে তুলেছিলেন শাড়িটিকে। 


আধুনিক নারী হয়েও সাবেকি সাজের জন‍্য নাগা চৈতন‍্যর গোটা পরিবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সামান্থার। কিন্তু সেই শাড়ি এবার ফেরত পাঠিয়ে দিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, নাগা চৈতন‍্য বা তাঁর পরিবারের কোনো সম্পত্তিই নিজের কাছে আর রাখতে চাইছেন না সামান্থা। এর আগে শোনা গিয়েছিল, বিচ্ছেদের জন‍্য নাকি বেশ বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল সামান্থার কাছে। 


কিন্তু খোরপোশ নিতে অস্বীকার করেন তিনি। গত বছরের ২ রা অক্টোবর বিবৃতিতে লেখা ছিল, ‘অনেক ভাবনা চিন্তার পর চৈ এবং আমি ঠিক করেছি স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের পথ আজ থেকে আলাদা হল। আমরা ভাগ‍্যবান যে প্রায় এক দশক ধরে আমাদের বন্ধুত্ব ছিল যেটা আমাদের সম্পর্কের শিকড়। এটা চিরদিন আমাদের মধ‍্যে একটা বিশেষ বন্ধন হয়ে থেকে যাবে।’ যদিও পরে সেই পোস্ট মুছে দেন সামান্থা।

Post a Comment

0 Comments