সুতপা খুনের তদন্তে মালদায় বহরমপুর থানার পুলিশ

 



নাজিম আক্তার, মালদা, ১২ মে: বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর খুনের ঘটনার তদন্তে বুধবার মালদায় বহরমপুর থানার পুলিশের একটি তদন্তকারী দল এসে পৌঁছায়। এদিন তদন্তকারী পুলিশের দল দীর্ঘক্ষণ পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।


উল্লেখ্য,২ মে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে খুন হয় কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী।ঘটনায় অভিযুক্ত সুতপার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার করে পুলিশ।এই ঘটনার তদন্তেই বুধবার মালদায় তদন্তে আসে বহরমপুর পুলিশের একটি তদন্তকারী

দল। এদিন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীকে নিয়ে প্রথমে কালিয়াচকের রাজনগর গ্রামে যায় তদন্তকারী অফিসাররা।বিকেলে স্বাধীনবাবুর এয়ারভিউ কমপ্লেক্সের বাড়িতে যায় তারা।বাড়িতে দীর্ঘক্ষণ পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তাঁরা।সুতপার ঘরেও তল্লাশি চালানো হয়।তবে তদন্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হয়নি তদন্তকারী অফিসাররা।


ছাত্রি খুনের ঘটনার আসল কাহিনী কি রয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে সকলে আশাবাদী।

Post a Comment

0 Comments