মদের নেশায় নাবালিকা মেয়েকে ধর্ষণ! নিজেই স্বীকার করল বাবা

 


নাজিম আক্তার, মালদা, ১২ মে: ১২ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে জন্মদাতা বাবার বিরুদ্ধে৷ঘটনাটি ঘটেছে রবিবার মালদার গাজোলে।বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নির্যাতিতার মা৷থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতার মা জানিয়েছেন,শনিবার বিকেলে তিনি বড় মেয়েকে নিয়ে পুখুরিয়া থানা এলাকায় বাবার বাড়ি ঘুরতে যায়।এক ছেলে ও ছোট মেয়ে এদিন বাড়িতেই ছিল।রবিবার রাত ৯ টা নাগাদ ছোট মেয়েকে একা পেয়ে বাবা ধর্ষণ করেছে বলে অভিযোগ।


ঘটনার পর শৌচাগারে যাওয়ার নাম করে নির্যাতিতা এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।


এরপর প্রতিবেশীর মোবাইল থেকে ফোন করে মা'কে সব জানায়।সোমবার সকাল সাতটা নাগাদ তিনি বাড়িতে ফিরে এলে মেয়ে তাঁকে সব ঘটনা খুলে বলে। তিনি স্বামীর কাছে বিষয়টি জানতে চাইলে প্রথমে সে গোটা ঘটনা অস্বীকার করে। পরে সবার চাপে স্বামী নিজের দোষ স্বীকার করে নেয়। এরপরেই তিনি গাজোল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।স্বামী হলেও এমন পিচাশ বাবার কঠোর শাস্তি চান তিনি।


গাজোল থানার পুলিশ নির্যাতিতা মেয়েকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছে।সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।


অভিযোগ পেতেই মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ।পকসো ধারায় মামলা রুজু করে বুধবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে খবর ।

Post a Comment

0 Comments