আর্থিক লোকসান কমাতে জাতীয় বিমান সংস্থা বিক্রি করার পরিকল্পনা শ্রীলঙ্কার

 



শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী আর্থিক লোকসান কমাতে দেশের জাতীয় বিমান সংস্থা বিক্রি করার পরিকল্পনা করছে। দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবেই সরকারি বেতন প্রদানের জন্য নতুন করে টাকা ছাপানোর নির্দেশও দেওয়া হয়েছে। দেশের নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে এক ভাষণে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বেসরকারিকরণের পরিকল্পনা করছে। 


২০২০-২১ অর্থবর্ষে এই বিমান সংস্থা ৪৫ বিলিয়ন টাকা (১২৪ মিলিয়ন ডলার) লোকসান করেছে। তার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহও হয়নি। এরই মধ্যে বিক্রমাসিংহে জানান, বেতন দেওয়ার জন্য টাকা ছাপতে বাধ্য করা হয়েছিল তাঁকে যা দেশের মুদ্রাস্থিতি উপর চাপ সৃষ্টি করবে। 


দেশের কাছে মাত্র একদিনের গ্যাসোলিন মজুত রয়েছে এবং সরকার শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করা অপরিশোধিত তেল এবং ফার্নেস অয়েল সহ তিনটি জাহাজের মূল্য পরিশোধের জন্য খোলা বাজারে ডলার অর্জনের জন্য চেষ্টা করছে, জানান বিক্রমাসিংহে। ২০১০ সালে কলম্বো সরকার দুবাইয়ের এমিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি অংশ কিনে নেয়।

Post a Comment

0 Comments