ট্রেন কলকাতা পৌঁছলেও দেখা মিলল না মন্ত্রী পরেশ অধিকারীর ও তার কন্যার! চলন্ত ট্রেন থেকেই নিখোঁজ তারা

 



নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে পৌঁছালেও দেখা মিলল না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরের অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারীর। আর এ নিয়েই এখন জল্পনা আরও তুঙ্গে। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে শিয়ালদহ গামী পদাতিক এক্সপ্রেস রওনা দেন মন্ত্রী ও মন্ত্রীকন্যা। নির্ধারিত h-one কামড়ায় তাদের সিট ছিল। কোচ অ্যাটেনডেন্স দাবি তাদেরকে শেষবার দেখা গিয়েছিল বেড রোল দেওয়ার সময়। আজকে সকালে যখন ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তখন সেই কামরায় ছিলেন না মন্ত্রিপরিষদ গাড়ি ও তার কন্যা। এমনকি তাদের সহযাত্রী যারা ছিলেন তারাও জানেন না মন্ত্রী ও তার কন্যা কোথায় নেমে গেছেন।


উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রভাব খাটিয়ে  তার অধিকারী কে চাকরি দিয়েছেন এহেন অভিযোগে গতকাল কলকাতা হাইকোর্ট মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই কে নির্দেশ দেওয়া হয় রাত আটটার মধ্যেই কে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য। পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজকে সকালে তাদের নামার কথা থাকলেও তারা আর ট্রেন থেকে নামেনি। এদিকে জানা যাচ্ছে রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। মহলের ধারণা তাহলে কি শিক্ষা প্রতিমন্ত্রী ও তার কন্যা সিঙ্গল বেঞ্চের সিবিআই হাজিরা না দিয়ে ডিভিশন বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করতেই ইচ্ছাকৃতভাবেই গায়েব হলেন।

Post a Comment

0 Comments