বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস

 



পুরুলিয়ায় আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। এই পূর্বাভাস মোতাবেক আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পুরুলিয়ায় ঝেঁপে নামবে ভারী বৃষ্টি। তার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে বৃষ্টির সময় বাড়ির বাইরে নিষেধ করছেন আবহবিদরা।


যাঁরা ইতিমধ্যে বাড়ির বাইরে রয়েছেন, তাঁদের সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসারও বার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী ১০ মে-র মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে আছড়ে পড়বে অশনি। যার জেরে দক্ষিণবঙ্গেও, বিশেষত সমুদ্র উপকূবলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা ছিল। 


এখন অশনি-র যা গতিবিধি, ঘূর্ণিঝড়টি আদৌ স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে বলে আবহ-বিশেষজ্ঞরা জানিয়েছেন। আবহবিদ সুজিত কর জানিয়েছেন, অশনি আছড়ে পড়ার পরই গতিপথ বদল করে উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়েরও তেমন প্রভাব থাকবে না। 


তবে সমুদ্র উত্তাল হবে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সুজিতবাবু জানিয়েছেন। ফলে অশনি-র প্রভাব পশ্চিমের জেলাগুলিতে পড়বে না বলা চলে।


সাম্প্রতিক কালবৈশাখীতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াও অবশ্য বৃষ্টিতে ভিজেছিল। তাপপ্রবাহের দাপটও কমেছে। তবে ইদানিংকালে ফের লাল মাটির দেশে যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। আবারও স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মালভূমি-এলাকার বাসিন্দারা। 


ফলে এদিন আবহাওয়া দফতর পুরুলিয়া শহর সহ বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় অপেক্ষার প্রহর গুনছে মালভূমিবাসী।

Post a Comment

0 Comments