নদীর জলে ডুবে মৃত‍্যু এক কিশোরের, শোকের ছায়া এলাকায়

 

নাজিম আক্তার, রতুয়া, ১৮ জুন: বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে নদীর জলে ডুবে মৃত‍্যু হল এক কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে‌ শনিবার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায়।এদিন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আরিফ হোসেন(১০)।বাড়ি রতুয়া থানার শ্রীপুর এলাকায়। শুক্রবার সে চাঁদপুরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে।শনিবার সমবয়সীদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।খুদেকে খুঁজতে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার করে। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুখুরিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Post a Comment

0 Comments