ভোট প্রচারে আগরতলায় গেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখার্জী

 





আর মাত্র কটা দিন। আগামী ২৩শে জুন ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনকে সামনে রেখে রবিবার আগরতলায় আসলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখার্জী। আগরতলা মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী তথা কৌশানী মুখার্জীকে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখার্জি বলেন, গুন্ডামি বা সবসময় মারপিট কোনদিন অস্ত্র হতে পারে না জেতার জন্য। যারা ভয় পায় তৃণমূলের জয়কে তারা এই অস্ত্র ব্যবহার করে বলে জানান অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখার্জী। 


তিনি আরও বলেন, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের বাঘিনী। ত্রিপুরার মানুষদের জন্য যতদিন তিনি বেঁচে থাকবেন লড়াই করে যাবেন বলে জানান অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখার্জী।

Post a Comment

0 Comments