বাংলা-বিহার সীমান্ত থেকে চোরাই বাইক সহ গ্রেপ্তার ২

 


নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, ০৪ আগস্ট: বাংলা বিহার সীমান্ত থেকে গ্রেপ্তার দুই‌ বাইক চোরাকারবারী। বৃহস্পতিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বাংলা বিহার লাগওয়া কুশিদা নাকা চেক পয়েন্ট থেকে বাইক সহ দুই যুবককে গ্রেফতার

করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হলে নিরাজ সাহা(২২) ও রাজনাথ সাহা(২৬)।বাড়ি বিহারের বারসই থানা রঘুনাথপুর গ্রামে।ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

Post a Comment

0 Comments