বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো বসিরহাটের প্রত্যন্ত গ্রামে

 



আলিনুর মন্ডল, বসিরহাট: আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বসিরহাট ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও রাজেন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব খড়িডাঙ্গা বিরসা মুন্ডা এফ. পি. স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো আদি বাসী দিবস উদযাপন অনুষ্ঠান।


 উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সরোজ ব্যানার্জি মহাশয়। বসিরহাট জেলা তৃণমূল যুব সভাপতি সৌমিক রয় অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট ২নম্বর ব্লক ও হাসনাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় এসকেন্দার গাজী মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন বসিরহাট ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সমীর বাঁছাড় মহাশয় এবং উপস্থিত ছিলেন  বসিরহাট ২ নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সভাপতি, যুব সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং বিভিন্ন নেতৃত্ব।


বসিরহাট জেলা সভাপতি মাননীয় সরোজ ব্যানার্জি বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসীসহ পিছিয়ে পড়া সমাজের জন্য সরকার যা উপকার করেছে তা অতুলনীয়।


 তিনি বলেন বসিরহাটের যে সকল স্থানীয় আদিবাসীদের জমির পাট্টার সমস্যা আছে তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অতি অবশ্যই আমরা তাদের জমির পাট্টা খুব শীঘ্রই বিলি করব।

Post a Comment

0 Comments