আলিনুর মন্ডল বসিরহাট: এদিন সকালে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে তা ছড়িয়ে পড়তে থাকে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত গোপালপুরের একটি মাংসের ফুড প্রসেসিং কারখানায়।
স্থানীয় বাসিন্দারা হঠাৎই এই গ্যাসের অনুভব করে, এবং এলাকার বেশ কয়েকজন শিশু ও নারী অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হতেই এলাকার মানুষজন আতঙ্ক হয়ে পড়ে এবং তারা সঙ্গে সঙ্গে মাটিয়া থানার প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন মাটিয়া থানার ওসি তাপস ঘোষ এবং বাদুরিয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, বসিরহাট দু'নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে যায়, এবং তা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। দমকল পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের যৌথ প্রয়াস এর ফলে ঘটনাটি দীর্ঘক্ষন বাদে নিয়ন্ত্রণে আনা যায়।
ইতিমধ্যে কারখানার মালিক কে আটক করে মাটিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে মাটিয়া ও বসিরহাট থানার পুলিশ।
0 Comments