নয়ারহাট'সহ দিনহাটার বিভিন্ন স্থানে 'স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ করতে হবে',দাবি জানিয়ে ডেপুটেশন গৃহশিক্ষক সংগঠনের

 




স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবি সহ নয় দফা দাবিতে দিনহাটা ২ নম্বর ব্লকের গোবছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। বুধবার এই ডেপুটেশন দেওয়া হয়। এ দিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের দিনহাটা মহকুমা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র বর্মন, সংগঠনের নেতা তাপস সেন প্রমূখ।



  এদিন এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাইট টু অ্যাক্ট-2009 অনুযায়ী কোন স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মী প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। অথচ দিনহাটার বিভিন্ন এলাকায় স্কুল শিক্ষকগণ নিজেদের ব্যক্তিগত আর্থিক আয় বাড়ানোর জন্য সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। প্রশাসন সবকিছু জেনেও না জানার ভান করে বসে রয়েছে। কাজেই আমাদের দাবি অবিলম্বে এই আইন বিরোধী প্রাইভেট টিউশন বন্ধ করা হোক। পাশাপাশি তারা বলেন, বর্তমান সময়ে সরকারি স্কুলগুলিতে পঠন-পাঠন তলানীতে নিতে গিয়ে পড়েছে। কাজেই স্কুলগুলিতে শিক্ষার পরিবেশ আরো উন্নয়ন দরকার। শিক্ষকরা যাতে স্কুলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন তা দেখার দায়িত্ব অবশ্যই শিক্ষা বিভাগ তথা প্রশাসনের রয়েছে। আমরা চাই সঠিক পঠন-পাঠনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাজ গড়ে উঠুক।

   এদিন সংগঠনের তরফ থেকে নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগমের হাতে তুলে দেওয়া হয়। এই তুলে দেওয়ার সময় সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানের সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রধান জানিয়েছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।



  প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। এদিন সংগঠনের নেতৃবৃন্দ জানান, এবার রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ডেপুটেশন দেওয়া শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের গোবরাছড়া- নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হল।

Post a Comment

0 Comments