'সম্প্রীতির বর্ণছড়া' নামক ছড়ার বই লিখে প্রশংসিত হলেন উত্তরবঙ্গের দুই শিক্ষক!

আকন্দ বাড়িয়া এস, সি, হাই স্কুলের দুইজন শিক্ষক আনন্দ সরকার এবং মইনুল কবীর এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটিয়েছেন। 'সম্প্রীতির বর্ণছড়া ' ছড়া বইটির মাধ্যমে। প্রচলিত ছক ভেঙ্গে শিশুর প্রথম বর্ণমালা পরিচয়ের এক অভিনব কৌশল উদ্ভাবন করেছেন লেখকদ্বয়। বইটির মাধ্যমে শিশু অতি শৈশবেই বর্ণমালা শেখার সাথে সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধের চেতনায় সমৃদ্ধ হবে। শিশুশিক্ষার আঙ্গিনায় এরকম ব্যতিক্রমী প্রয়াস এর আগে কখনো পরিলক্ষিত হয়নি। বইটির বিষয়রঙিন চিত্রাংকন এবং পেজ কোয়ালিটি বিশেষ প্রশংসার দাবি রাখে। বইটিকে শিশু খুব সহজেই হৃদয়াঙ্গম করতে পারবে - একথা বলাই বাহুল্য। ঝকঝকে তকতকে জীবন্ত সৃষ্টির নাম 'সম্প্রীতির বর্ণছড়া'। পুস্তকটি কলকাতার পালক পাবলিশার্স থেকে সদ্য প্রকাশিত।

Post a Comment

0 Comments